Header Ads

মোহাম্মদ আশরাফুল এর জীবন কাহিনী ।। Biography of Mohammad Ashraful life style

আশরাফুল এর জীবনের কিছু ঘটনা ।। Mohammad Ashraful updates news





মোহাম্মদ আশরাফুল এর জন্ম ৭জুলাই ১৯৮৪ সালে ঢাকায়  তার বাবার নাম আব্দুল মতিন।  জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান   এবং বাংলাদেশ ক্রিকেট দলের  অধিনায়ক ছিলেন তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে চেঞ্চুরি  করার রেকর্ডের অধিকারী। এই কৃতিত্ব তিনি অর্জন করেন  শ্রীলঙ্কার  বিরুদ্ধে  শ্রীলঙ্কার   মাটিতে। ব্যাটিংয়ে দক্ষতা ছাড়াও তিনি মাঝে মাঝে ডানহাতে ল্যাগস্পিন বল করে থাকেন

সংসার জীবন।
কিশোরগঞ্জের ভৈরবের মেয়ে তাসলিমা আনিসা অর্চি  এর সাথ, ২০১৫  সালের   ১১ই  ডিসেম্বার  শুক্রবার মোহাম্মদ আশরাফুলের  বিয়ে হয়       অর্চি ঢাকায় বিবিএ পড়েন বর্তমানে  তারা  এক সন্তানের পিতা  মাতা

 আশরাফুল বিশ্বের কনিষ্ঠতম খেলোয়ার  হিসেবে টেস্টে  শতক করার রেকর্ডের অধিকারী। নিজের ১৭তম জন্মদিনের একদিন পুর্বেই ২০০১ সালের  সেপ্টেম্বের  সিংহলিতে  অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে তিনি তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৪ রান  করে এই কৃতিত্ব অর্জন করেন

আশরাফুলই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম অধিনায়ক।
আশরাফুলের ওয়ানডে অভিষেক হয় জিম্বাবুয়ের  বিরুদ্ধে, ২০০১ সালের  ১১ই এপ্রিল ম্যাচটিতে তিনি মাত্র রান করেন, বাংলাদেশ হারে ৩৬ রানে। 

তৎকালীন বিশ্বের একনম্বর ক্রিকেট পরাশক্তি  অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে বাংলাদেশের স্মরণীয় জয়ে আশরাফুল ১০০ রান করেন ২০০৭ বিশকাপ ক্রিকেটে  তৎকালীন একনম্বর ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে আশরাফুল ৮৩ বলে ৮৭ রান করেন, যা বাংলাদেশকে আরেকটি স্মরণীয় বিজয় উপহার দেয়। এবং বাংলাদেশের হয়ে তিনিই প্রথম টেস্টে 190 করেন .
আরো জানতে চান? ক্লিক করুন ? Sports & E-Zone

1 comment:

  1. we are feeling proud of this brilliant player n his families and may he shine in life happily

    ReplyDelete

Powered by Blogger.