নায়ক আরেফিন শুভ এর জীবন কাহিনী ।। Biography of Bangladeshi Actor Arifin shuvo
নায়ক আরেফিন শুভ এর
জীবন কাহিনী ।। Biography of Bangladeshi
Actor Arifin shuvo
জন্ম ও বিবাহঃ
আরেফিন শুভ |
জন্ম ও বিবাহঃ
আরেফিন শুভ ১৯৮২
সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । আরিফিন শুভ ২০১৫ সালে অর্পিতা সমাদ্দারকে বিয়ে
করেন। অর্পিতা সমাদ্দার পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।
আরেফিন শুভ একজন
চলচিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী । বিনোদন
জগতে পা রাখেন মডেলিং দিয়ে।পাশাপাশি রেডিওতে কথাবন্ধুর কাজও করতেন। পরবর্তীতে কাজ করেন নাটকে।
তিনি জাগো চলচ্চিত্রের
মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন। তিনি একজন খলনায়ক হিসেবে
প্রথমবারের মত পুর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে শাকিব খান ও জয়া আহসানের সাথে অভিনয় করেন । এই
চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শক মহল থেকে ব্যাপক প্রশংসা পান. একটা সময় সব কিছুকে বিদায় দিয়ে নিজেকে
চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন। পেয়েছেন সফলতাও। তাঁর প্রথম ছবির নাম ‘জাগো’ । এই ছবিতে তাঁর উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও, শুভ ঠিকই দর্শক হৃদয়ে স্থান করে নেন । এরপর একে একে কাজ করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ‘ভালোবাসা জিন্দাবাদ’ ‘ছায়াছবি’ ‘অগ্নি’ ‘কিস্তিমাত’ ‘ওয়ার্নিং’ ও ‘ছুঁয়ে দিলে মন’ ছবিগুলোতে। অগ্নি ছবির
সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ।
কিস্তিমাত ছবিতেও বাজিমাত করেন শুভ। ২০১৬ সালে তিনি আশিকুর রহমান পরিচালিত মুসাফির ও অনন্য মামুন অনন্য মামুন পরিচালিত অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও
সর্বশেষ দ্বীপঙ্কর দীপন পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা অ্যাটাক চলচ্চিত্রে কাজ করছেন ও বাংলাদেশের প্রথম
অ্যানিমেশন চলচ্চিত্র ডিটেকটিভ-এ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
No comments