সাফা কবির এর জীবন কাহিনী।Biography of saga kobir and lifestyle..
বর্তমান সময়ের একজন জনপ্রিয় টিভি অভিনয় শিল্পি আনাটনী কেলি । সাফা কবির হিসাবে সবার
কাছে পরিচিত । তিনি তার অভিনয়ের মধ্যে দিয়ে হাজারো তরুণদের মন কেরেছেন । তিনিনাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বিজ্ঞাপনে করে থাকেন
বরিশালের মেয়ে সাফা কবির, দাদা সাফা’র
নাম রেখেছিলেন আনাটনী কেলি,তবে মিডিয়াতে তিনি সাফা কবির নামে পরিচিত। ২৯ আগস্ট জন্ম নেয়া সাফা কবির পড়ছেন ঢাকার আমেরিকান
ইন্টারন্যাশরন্যাশনাল ইউনিভার্সিটিরতে বিবিএ-।
ঢাকার নাখালপাড়ায় মায়ের
সঙ্গে থাকেন সাফা। তাঁর বাবা জার্মানি প্রবাসী।
এই সময়ের সম্ভাবনাময় মডেল ও অভিনেত্রীদের একজন। কোনদিন অভিনয়ের ধারে
কাছেও ছিলেননা। এমনকি ক্যামেরার সামনেও দাঁড়াননি তিনি। তবুও তিনি মডেল অভিনেত্রী! রাহাত রহমানের নির্দেশনায় ‘প্রাণ পিনাট বার’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে মূলত আলোচনায় আসেন সাফা। এই বিজ্ঞাপনের ‘ফেসবুকিং পারেনা’ সংলাপটি সাফা কবিরের কন্ঠে বেশ
জনপ্রিয়তা পায়। বিস্তারিত জানতে ক্লিক এখনে করুন.... সাফা কবির
No comments