Header Ads

অমিত হাসানের জীবনের গল্প !!! Biography of Bangladeshi Actor Amit Hasan !!

অমিত হাসান
অমিত হাসান একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা । ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক হিসেবে সফলতা পেলেও খল নায়ক হিসেবে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

জন্মঃ 
জনপ্রিয় এই অভিনেতার জন্ম ১৯৬৮ সালের ৯ই সেপ্টেম্বর  টাঙ্গাইলে । অমিত হাসানের আসল নাম খন্দকার সাইফুর রহমান (আর্জু)।

কর্মজীবনঃ 

১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনাছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতিছবি দিয়ে শুরু হয় তার সফলতা। এর পর বিভিন্ন ধরণের সিনেমায় তিনি সফলতা পেয়েছেন।  ২০১২ সালে ডিজিটাল পদ্ধতিতে নির্মিত এফডিসিকেন্দ্রিক প্রথম চলচ্চিত্র শাহীন সুমন পরিচালিত ভালোবাসার রং’-এ তিনি প্রথমবার খলনায়ক চরিত্রে অভিনয় করেন।

এছাড়া কয়েকটি ছবিতে খলনায়কের অভিনয় করেন এবং আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি খলনায়ক চরিত্রেই বেশী অভিনয় করছেন।

ডিজিটাল পদ্ধতিতে নির্মিত এফডিসিকেন্দ্রিক প্রথম চলচ্চিত্র শাহীন সুমন পরিচালিত ভালোবাসার রং’-এ তিনি প্রথমবার খলনায়ক চরিত্রে অভিনয় করেন। এছাড়া কয়েকটি ছবিতে খলনায়কের অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হয়েছেন।

No comments

Powered by Blogger.