Header Ads

আফরান নিশোর জীবন কাহিনী। Biography of Afran Nisho

আফরান নিশোঃ



বর্তমান  সময়ের একজন জনপ্রিয় টিভি অভিনেতা আফরান নিশো তিনি তার অভিনয়ের মধ্যে দিয়ে হাজারো দর্শকের মন কেরেছেন তিনি নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বিজ্ঞাপন করে থাকেন   তিনি অনেকবার মেরিল প্রথম আলো পুরস্কারে ভুষিত হয়েছেন

জন্ম ও বিবাহঃ

আফরান নিশো ১৯৮৮ সালের ডিসেম্বর ঢাকায় জন্ম গ্রহণ করেন তিনি ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন

২০১১ সালে আফরান নিশো তার অনেক দিনের ভালোবাসা তিশাকে বিবাহ করেন বর্তমানে তিনি এক ছেলে সন্তানের পিতা । 
বিস্তারিত এই ভিডিওতে...




কর্মজীবনঃ

২০০৩ সালে অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে তিনি 
অভিনয় যাত্রা শুরু করেন। এরপরে আরো নানা নির্মাতার সাথে নানারকম 
কাজ করেন তিনি। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার 


২০০৬ সালে গাজী রাকায়াতের পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে ভুবনে আসেন তিনি ।এর পর থেকেই তিনি প্রায় দুই শতাধিক নাটক করেন টেলিফিম্ব এবং টিভি সিরিয়ালে অভিনয় করেন

No comments

Powered by Blogger.