Header Ads

আনিকা কবির শখ এর জীবন কাহিনী। Biography of Anika kobir shok.

আনিকা কবির শখ:

বর্তমান  সময়ের একজন জনপ্রিয় টিভি অভিনয় শিল্পি আনিকা কবির শখ। যিনি  শখ হিসাবে সবার কাছে পরিচিত জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় যাত্রা শুরু হয় মাত্র চার বছর বয়স থেকে। তিনি তার অভিনয়ের মধ্যে দিয়ে হাজারো দর্শকের মন কেরেছেন তিনি নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বিজ্ঞাপনে করে থাকেন এছাড়াও অভিনেতা শাকিব খানের সঙ্গে বলো না তুমি ছবির মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন

জন্মঃ
আনিকা কবির শখ ঢাকায় ১৯৯৩ সালের ২৫শে অক্টোবর জন্মগ্রহণ করেন বাবার নাম শামীম কবির এবং মা শাহিদা কবির, তাদের বাড়ি বিক্রমপুর জেলার , মুন্সীগঞ্জ এ।

বিবাহঃ

আনিকা কবির শখ 7 জানুয়ারী, ২০১৬  মডেল এবং অভিনেতা নিলয় আলমগীর কে বিয়ে করেন।

কর্মজীবনঃ

শখ প্রথম টিভি নাটকে অভিনয় ২০০২ সালে শিশু শিল্পি হিসেবে স্বাক্ষর নামে একটি জনপ্রিয় নাটকে এরপর ধারাবাহিক নাটক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু করেন এখন পর্যন্ত তিনি অনেক নামি দামি টিভি অভিনেতার সাথে অভিনয় করেছেন

No comments

Powered by Blogger.