আনিকা কবির শখ এর জীবন কাহিনী। Biography of Anika kobir shok.
আনিকা কবির শখ:
বর্তমান সময়ের একজন জনপ্রিয় টিভি অভিনয় শিল্পি আনিকা কবির শখ। যিনি শখ হিসাবে সবার কাছে পরিচিত । জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় যাত্রা শুরু হয় মাত্র চার বছর বয়স থেকে। তিনি তার অভিনয়ের মধ্যে দিয়ে হাজারো দর্শকের মন কেরেছেন । তিনি নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বিজ্ঞাপনে করে থাকেন । এছাড়াও অভিনেতা শাকিব খানের সঙ্গে বলো না তুমি ছবির মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন।
জন্মঃ
আনিকা কবির শখ ঢাকায় ১৯৯৩ সালের ২৫শে অক্টোবর জন্মগ্রহণ করেন । বাবার নাম শামীম কবির এবং মা শাহিদা কবির, তাদের বাড়ি বিক্রমপুর জেলার , মুন্সীগঞ্জ এ।
বিবাহঃ
আনিকা কবির শখ 7 জানুয়ারী, ২০১৬ মডেল এবং অভিনেতা নিলয় আলমগীর কে বিয়ে করেন।
কর্মজীবনঃ
শখ প্রথম টিভি নাটকে অভিনয় ২০০২ সালে শিশু শিল্পি হিসেবে স্বাক্ষর নামে একটি জনপ্রিয় নাটকে । এরপর ধারাবাহিক নাটক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু করেন । এখন পর্যন্ত তিনি অনেক নামি দামি টিভি অভিনেতার সাথে অভিনয় করেছেন।
No comments