মাহমুদুল্লাহ রিয়াদ এর জীবন কাহিনী । Biography of Mohammad Mahmudullah Riyad
মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে
কিছু অজানা বিষয়।
“সাইলেন্ট
কিলার”, “কুলেস্ট
প্লেয়ার” প্রভৃতি
অসংখ্য বিশেষণে তিনি মাহমুদুল্লাহ রিয়াদ!
চলুন জেনে নেই ময়মনসিংহ তথা বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে কিছু অজানা বিষয়।
বিনয়ী আর হাস্যোজ্জ্বল এক ক্রিকেটারের পরিচয় জানতে চাইলে যার নাম আসে তিনিই মাহমুদুল্লাহরিয়াদ। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির ইতিহাস গড়েন । ইতিহাসের মাত্র অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরির মালিক রিয়াদ।দলের বিপদে হাল ধরার জন্য ভক্তদের কাছে পরিচিত হয়েছেন “মিস্টার রিলায়েবল হিসেবে”,
চলুন জেনে নেই ময়মনসিংহ তথা বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে কিছু অজানা বিষয়।
বিনয়ী আর হাস্যোজ্জ্বল এক ক্রিকেটারের পরিচয় জানতে চাইলে যার নাম আসে তিনিই মাহমুদুল্লাহরিয়াদ। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির ইতিহাস গড়েন । ইতিহাসের মাত্র অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরির মালিক রিয়াদ।দলের বিপদে হাল ধরার জন্য ভক্তদের কাছে পরিচিত হয়েছেন “মিস্টার রিলায়েবল হিসেবে”,
পরিচয়
জণ্মঃ
১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলায় তার জন্ম । জেলা
সদরের ধোপাখোলায় তাদের বাসা। উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি । তার
বাবা ওবায়েদ উল্লাহ, মা আরাফাত
বেগম ও স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি । ২০১১
সালের ২৫ জুন জীবনের নতুন ইনিংস শুরু করেন দুরন্ত মাহমুদুল্লাহ রিয়াদ। জান্নাতুল
কাউসার মিষ্টির সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ দলের সাবেক এই সহ-অধিনায়ক।
পরের বছর একই মাসের তিন তারিখে মাহমুদুল্লাহ জুনিয়র পৃথিবীর আলো দেখে। মজার ব্যপার মাহমুদুল্লাহ এবং বাংলাদেশ ক্রিকেটের আরেক নক্ষত্র মুশফিকুর রহিম এখন একই ঘরের জামাই।
পরের বছর একই মাসের তিন তারিখে মাহমুদুল্লাহ জুনিয়র পৃথিবীর আলো দেখে। মজার ব্যপার মাহমুদুল্লাহ এবং বাংলাদেশ ক্রিকেটের আরেক নক্ষত্র মুশফিকুর রহিম এখন একই ঘরের জামাই।
অভিষেক
২০০৭ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক ঘটে মাহমুদুল্লাহর। একই বছরের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। দু’বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে এই অলরাউন্ডারের। মজার বিষয় হচ্ছে, তিন ফরমেটেই বিদেশের মাটিতে অভিষেক ঘটে মাহমুদুল্লাহর।
উল্লেখ্য, বাংলাদেশ দলের হয়ে এখন
পর্যন্ত ২৯টি টেস্টে ৩১.১৭ গড়ে
১৬২১ রান সংগ্রহ করেছেন মাহমুদুল্লাহ। ১২টি ফিফটির পাশাপাশি ১টি সেঞ্চুরি করেছেন
এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে ১৩৪ ম্যাচে ৩২.৮৫ গড়ে ২৮৫৮ রান করেছেন মাহমুদুল্লাহ।
ওয়ানডেতেও তার ব্যাট থেকে ১৬টি ফিফটির পাশাপাশি ২টি সেঞ্চুরি করেছেন । টি-টোয়েন্টিতে ৫৬ ম্যাচ শেষে ৩টি ফিফটির সাহায্যে ৭৭৪ রান করেছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। বল হাতেও তিনি দেখিয়েছেন অনেক সাফল্য।
ওয়ানডেতেও তার ব্যাট থেকে ১৬টি ফিফটির পাশাপাশি ২টি সেঞ্চুরি করেছেন । টি-টোয়েন্টিতে ৫৬ ম্যাচ শেষে ৩টি ফিফটির সাহায্যে ৭৭৪ রান করেছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। বল হাতেও তিনি দেখিয়েছেন অনেক সাফল্য।
No comments